Link BandarQQ
Situs Idpro
Pkv QQ Online
Situs QQ Online
Situs Judi Bola
Link Pkv Games
Situs Pkv QQ
Link BandarQQ Online
Situs BandarQQ Online
Login Pkv Games
Login Pkv QQ
Link BotakQQ
Agen Pkv Games
BandarQQ
Poker Online Terpercaya
Pkv Games
Pkv Games
Pkv Games
Download Apk Pkv
Hasil Bola
Hasil Togel
Film Lk21
Mlbbtv
Nonton Film Semi
BandarQQ Pkv
Link Judi Bola
Link BBM88
Login BBM88
Link Judi Online
Link Judi Online
Link Judi Sbobet
Agen Judi Bola
BandarQQ Online
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যোগ্য মনে করলে আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবো-করিম মাস্টার - চলমান মিরসরাই

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যোগ্য মনে করলে আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবো-করিম মাস্টার

top Banner

 

নিজস্ব প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ শেষ হতে না হতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা। সব কিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে শুরু হতে পারে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ। নির্বাচনে মিরসরাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী তালিকায় আলোচনায় রয়েছেন ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রেজাউল করিম মাস্টার।

ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে একজন পরিচ্ছন্ন ক্লিন ইমেজের অধিকারী রেজাউল করিম মাস্টার। অত্যন্ত ধর্মপ্রাণ এই রাজনীতিবিদের কাছে এসে কখনো নিরাশ হননি অসহায় দুঃস্থ্য মানুষ। দান অনুদানের পাশাপাশি তিনি বিচার পরিচালনায় মানুষের কাছে একজন ন্যায়পরায়ন মানুষ হিসেবে সমাদৃত। বর্তমানে তিনি সমাজে নানা ক্ষেত্রে অবদানের পাশাপাশি শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখছেন। এছাড়া শতশত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠানে। রেজাউল করিম মাস্টার বর্তমানে ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সভাপতি- জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রাবেয়া খাতুন নুরানী তালিমুল কুরআন মাদরাসা, প্রতিষ্ঠাতা পরিচালক শাহকালা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যা নিকেতন; ফারদিন এগ্রোঃ লিঃ, ফারদিন অটো গ্যাস ও ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রেজাউল করিম মাস্টার বলেন, আসন্ন মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ হাব হবে মিরসরাই উপজেলা। মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল এ উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করবেন। এমপি মহোদয়ের স্বপ্ন বাস্তবায়ন ত্বরান্বিত করতে একজন দক্ষ সৎ মানুষ বেশি প্রয়োজন। আমার নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর একজন কর্মী হওয়া গর্বের বিষয়। বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আসনে যোগ্য প্রার্থী মনোনয়ন দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠনে শক্তি যুগিয়ে যোগ্য নেতৃত্ব উপহার দিয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার ইউনিয়নে নৌকার বিজয় বিজয় নিশ্চিত করে সর্বোচ্চ ভোট উপহার দিয়েছি। জোরারগঞ্জবাসির পরিশ্রম এবং ভালোবাসা আমার হৃদয়ে থাকবে। আগামীর সুন্দর মডেল মিরসরাই গড়ার লক্ষ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হবো।
দলীয় সমর্থনের বিষয়ে তিনি রেজাউল করিম মাস্টার বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যাকে প্রার্থী দিবেন তার জন্য আমি কাজ করবো। আমাকে যদি যোগ্য বিবেচনা করেন আমি প্রার্থী হবো। আমার বিশ্বাস মিরসরাইবাসি আমাকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। আমি নির্বাচিত হলে মাহবুব উর রহমান রুহেল এমপি’র উন্নয়নের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে সততার সঙ্গে সহযোগী হিসেবে সমন্বয় করবো। মিরসরাই হবে বাংলাদেশের অর্থনীতির হাব, উন্নয়নের রোল মডেল।

 

আরো খবর