চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসনিার মিশন-ভিশন অনুযায়ী চট্টগ্রামকে গড়তে জনমুখী প্রত্যয় ও অঙ্গীকার পূরণে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। এই লক্ষ্য পূরণে চসিক এবং চউক একসাথে কাজ করে যাবে।
তিনি রোববার বিকেলে পতেঙ্গা লিংক রোড পরিদর্শনকালে একথা বলেন। এ সময় চউক চেয়ারম্যান এম.জহিরুল আলম দোভাষ বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প বাস্তবায়নে যে-সব সমস্যাগুলো বিদ্যমান ছিলো তা সমাধানে চসিক ও চউক এর প্রকৌশলী পর্যায়ে একটি সমন্বিত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পতেঙ্গা লিংক রোডসহ অন্যান্য অবকাঠামো স্থাপন ও বাস্তবায়ন করা হবে।