মিরসরাইয়ে দায়িত্বে পুর্ন বহাল হলেন আ.লীগ নেতা কামরুল

top Banner

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রায় এক বছর পর পুনরায় সেই পদে বহাল হয়েছেন আওয়ামী লীগ নেতা কামরুল হোসেন।

সোমবার (৭ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন ম্বাক্ষরিত লিখিত ভাবে তাকে দায়িত্বে পুর্ন বহাল করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কামরুল হোসেনকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়। সোমবার (৭ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের প্যাডে এক বিজ্ঞপ্তিতে কামরুল হোসেনকে পদ ফিরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমি একটি ভুল করে ছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে দায়িত্ব ফিরিয়ে দেয়ায় আমার অভিবাবক সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও ওনার সুযোগ্য পুত্র বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

কামরুল হোসেন এর পদে পুর্ন বহালের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

আরো খবর