দেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কোন শব্দ নেই, সবাই দেশের নাগরিক-মোহাম্মদ শাহজাহান 

top Banner
‘একাত্তরের পর শেখ মুজিব দেশে বাকশাল কায়েম করে ক্ষমতাচ্যুত হয়েছিল। তার কন্যা শেখ হাসিনা গত ১৭ বছর দেশে ডিজিটাল বাকশাল কায়েম করেছিল। জুলুম নির্যাতনের মাধ্যমে দেশকে ধ্বংস করার পাঁয়তারা করেছিল স্বৈরাচার হাসিনা সরকার’ এমন মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী জেনারেল মোহাম্মদ শাহজাহান। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে করেরহাট রাজকুমার কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং করেরহাট ইউনিয়ন শাখার কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেন।
তিনি আরো বলেন, দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কোন শব্দ নেই। সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশের নাগরিক হিসেবে সকলে সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা মন্দির পাহারা দেবে। যাতে দেশে কোন অপশক্তি দাঙ্গা তৈরি করতে না পারে।
করেরহাট ইউনিয়ন জামায়াতের আমির আরিফুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আসাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী।
কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন, ব্রাম্মনবাড়িয়া জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসান, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, জোরারগঞ্জ থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল গফুর, করেরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ফখরুল আলম, ইউনিয়ন জামায়াতের সহ সেক্রেটারি আনোয়ার হোসেন অর্থ সম্পাদক মোঃ হায়দার আলী, করেরহাট বাজার শাখা জামায়াতের সভাপতি হুমায়ুন কবির, মিরসরাই উত্তর শিবিরের সভাপতি হাফেজ ইমাম হোসেন, শিবিরের করেরহাট শাখার সভাপতি আলতাফ হোসেন, ওলামা শাখার সেক্রেটারি নুরুল ইসলাম, শিক্ষাবিদ শওকত আনোয়ার, ৬ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাস্টার শাহজাহান,ব্যবসায়ী ইসমাইল হোসেন ভুট্টু, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোস্তফা জেহাদী, পেশাজীবি, ব্যবসায়ী শফিকুর রহমান জাহাঙ্গীর, প্রবাসী আলমগীর হোসেন প্রমুখ।
আরো খবর