খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ

top Banner

চলমান রিপোর্ট

মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত সদস্যগণ দায়িত্ব গ্রহণ করেছেন।

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেয়ে সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবালের সাথে প্রতিদ্বন্ধিতায় বিপুল ভোটে জয় লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হন ১২নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক।

সম্প্রতি শপথ গ্রহনের পর বুধবার ৫ই জানুয়ারী, সকাল ১১ টায় নবনির্বাচিত সকল ইউপি সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে ১২নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মাফুজুল হক ও সকল ইউপি সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুল হক জুনু ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সন্তান- আপনাদের সেবক । আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি আপনাদের সাথে নিয়ে যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আপনাদের যেকোন সমস্যা আমার কাছে আসবে আমি সমাধান করার চেষ্টা করব। আপনারা আমাকে সহযোগিতা করবেন।

এসময় নতুনদের আগমনে ইউনিয়ন পরিষদ ভবন উৎসব মুখর হয়ে উঠে। ফুলেল শুভেচ্ছা দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ করেন মিরসরাই আওয়ামীলীগের সদস্য, মিরসরাই কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, মিরসরাই যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক মাহফুজুল আলম, খৈয়াছড়া আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মহি উদ্দিন আহম্মদ, মিরসরাই স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আবুল হাসনাত জামিল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, ইউনিয়ন ওয়ার্ড, আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্র লীগের নেতৃবৃন্দ সহ বড়তাকিয়া বাজারের ব্যবসায়ীরা।

আরো খবর