আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

top Banner

মিরসরাইয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে কাটাছরা ইউনিয়ন ছাত্রলীগ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তা যেন দ্রুত প্রত্যাহর করা হয়।

প্রসঙ্গত, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাহ উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা ও কাটাছরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সহ মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।

আরো খবর