৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

top Banner

। চলমান রিপোর্ট ।
মিরসরাইয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শ্লোগানে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার (২ নভেম্বর) দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সমবায় অফিসার পল্লবী দাশ গুপ্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহমুদুর রহমান।

আরো খবর