চলমান রিপোর্ট
মিরসরাইয়ে ৩০ জন নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রজন্ম মিরসরাই’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম খায়রুল মোস্তফা এবং পৃষ্টপোষক রুহি মোস্তফার উদ্যোগে সেচ্ছাসেবী সংস্থা প্রজন্ম মিরসরাই এর সহযোগীতায় রোটারী ক্লাব অব চিটাগং আগ্রাবাদ ও ইনারহুইল ক্লাব অব আগ্রাবাদ এর অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রজন্ম মিরসরাই’র সভাপতি নুপুর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
সংগঠনের সাধারন সম্পাদক ইমাম হোসেন ও যুগ্ন সম্পাদক রহীম উদ্দিন এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ আতাউর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জসীম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, পৃষ্টপোষক রাশেদা আক্তার মুন্নি, রোটারিয়ান শফিউল আলম, মজিবুর রহমান পিপিএম, এনায়েত হোসেন নয়ন, সংগঠনের নির্বাহী পরিচালক ইউনুছ নূরী, পরিচালক মন্জুরুল ইসলাম রায়হান, পরিচালক তানভীর হোসেন চৌধুরী তপু, ফোরকান, ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আসাদ, মো. মহসিন, রাহুল দাশ, জুয়েল দাশ, শাহাদাত হোসেন, যুগ্ন সম্পাদক সাজিদ নকিব, আসিফ, হৃদয়, ইমাম, শরীফ প্রমুখ।