হৃদিসখা’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত দিদার সভাপতি, ফারুক সম্পাদক

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ের সামাজিক শিক্ষোন্নয়নমূলক সংগঠন হৃদিসখার ১১ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে রবিবার (১৬ জুন) অনুষ্ঠিত সংগঠনের মাসিক সভায় মুহাম্মদ দিদারুল আলমকে সভাপতি এবং ফারুক উল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

উক্ত কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্যরা হলেন, মো: শাহাব উদ্দিন সহ-সভাপতি, রুবেল কান্তি সিংহ সাংগঠনিক সম্পাদক, মজিবুল হক অর্থ সম্পাদক, ডা. কনক কান্তি ভৌমিক সমাজ কল্যাণ সম্পাদক, নাসরিন আক্তার লাকি নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক, পলাশ চন্দ্র নাথ প্রচার-প্রকাশনা,দপ্তর ও শিক্ষোন্নয়ন সম্পাদক, শাহীন আলম, গিয়াস উদ্দিন, ইকবাল হোসেন কার্যনির্বাহী সদস্য।

এছাড়াও ১০ সদস্য বিশিষ্ট একটি উচ্চতর কর্ম পরিষদ গঠন করা হয়েছে। আগামী ০১ বছরের জন্য জয়নাল আবেদীন মিলন, মোঃ আবুল ফয়েজ, সাইফ উদ্দিন বাহার, তারেক হোসেন, শাহাদাত হোসেন সাইফুল, শেখ মুজিবুর রহমান, পুলক চন্দ্র দে, তাজুল ইসলাম, আবু ছালেক, শারমিন সুলতানা এই পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরো খবর