হিঙ্গুলীতে প্রধান শিক্ষকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

top Banner

চ্লমান রিপোর্ট

মিরসরাইয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করোনাকালীন ও পরবর্তী সময়ে করণীয় সম্পর্কীয় প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা শিক্ষা কার্যালয়ে উদ্যোগে হিঙ্গুলী ইউনিয়নের খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলা প্রকৌশলি কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা সোনা মিয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মহি উদ্দিন পেয়ার, শিক্ষক রাবেয়া বেগমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে। তাই শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান করতে হবে।

আরো খবর