হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী রনি গ্রেফতার

top Banner

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে হত্যা মামলা সহ একাধিক মামলার পলাতক আসামী হাসান হাবীব প্রকাশ বড় রনিকে (৩৫) গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ ভূমি অফিসের সামনের সড়ক থেকে গ্রেফতার করা হয়। আটককৃত রনি ওয়াহেদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা বাড়ির মুক্তিযোদ্ধা আলী আকবরের ছেলে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: কাইয়ূম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান পিপিএম জানান, রনি দীর্ঘ দিন থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে মিরসরাই থানায় হত্যাসহ ও একাধিক মামলা রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াহেদপুরের ছোট কমলদহ এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয় বলেও জনান তিনি।

আরো খবর