স্বৈরাচার পতনের পর এবার নির্বিঘ্নে পুজা উদযাপন হয়েছে- শাহীদ চৌধুরী
মিরসরাই উপজেলা বিএনপি আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী বলেছেন, উৎসবমুখর পরিবেশে এবার মিরসরাইয়ে ৯০ টি পূজা মন্দির ও মণ্ডপে এক যোগে উদযাপিত হচ্ছে। গত ৫ আগস্ট একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে এবার পূজা মণ্ডপগুলোতে নির্বিগ্নে পূজা উদযাপিত হচ্ছে। তা দেখে আমরা খুবই আনন্দিত। অসুরের বিরুদ্ধ বিজয়ের প্রতীক হচ্ছে দুর্গা পূজা। শনিবার (১২ অক্টোবর) মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা গত ১৭ বছর আন্দোলন করে আরেকটি অসুরকে পরাজিত করে ৫ আগস্টে আমরা আরেকটা বিজয় অর্জন করেছি।
তিনি বলেন, আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে আমাদের একটি জাতীয় পরিচয় নির্ধারণ করে দিয়েছেন। সেটির মাধ্যমে আমাদের পরিচয় নিশ্চিত হয় আমরা সবাই বাংলাদেশী। এখানে কেউ সংখ্যালঘু, কেউ সংখ্যাগুরু দাবী করার সুযোগ নেই।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মীয় মূল্যবোধের কথা বলে, ধর্ম নিরপেক্ষতার কথা নয়। এই ধর্মীয় মূল্যবোধের চেতনায় পূজা হচ্ছে, আমরা সবাই এক সঙ্গে বসবাস করছি। এটাই হচ্ছে মূল্যবোধ। তিনি আরো বলেন, যত নৈতিকতার কথা আছে সব ধর্মের ভিতরে পাবেন। হিন্দু বলেন, মুসলিম কিংবা বৌদ্ধ, খ্রিষ্টান সেখানে সর্বপ্রথম নৈতিকতার কথা বলা হয়েছে। আপনার চরিত্র গঠনের জন্য যদি শিষা গ্রহণ করতে হয় আপনাকে প্রথমে ধর্ম পালন করতে হবে। আমরা যেই যেই ধর্ম বিশ্বাস করি সেই ধর্মকে সঠিকভাবে পালন করতে হবে। ধর্ম চর্চার মাধ্যমে আমাদের জীবন সুন্দর হবে।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাসের নেতৃবৃন্দ ও পুজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।