স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা দুর্বার প্রগতি সংগঠনের এক যুগ পূর্তি উৎসবের লোগো উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (এমপি)। সোমবার (৩১ অক্টোবর) লোগো উন্মোচন শেষে তিনি যুগ পূর্তিতে দুর্বার’র সদস্যদের শুভেচ্ছা জানান এবং যুগ পূর্তি উৎসবের সফলতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাঈনুর ইসলাম রানা ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, শান্তিনীড়’র সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, দুর্বার’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, অভিযান ক্লাবের কার্যকরি সদস্য মোহাম্মদ শওকত, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ , মধ্যম আমবাড়িয়া যু্ব সংঘের সভাপতি আলতাফ হোসেন, সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম ও দুর্বার’র অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য যে, আগামী ৭ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ থেকে দুইদিনব্যাপী দুর্বার’র একযুগ পূর্তি উৎসব বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমেরর চেতনা ধারণ করে গ্রাম বাংলা চিরায়ত ঐতিহ্যের মিশেলে গান, নাচ, আবৃত্তি, অভিনয়, পালাগান, বাউল গান, খেলাধূলা, কৃষক সংবর্ধনা, চিত্রকর্ম প্রতিযোগিতা, বর্ণাঢ়্য র্যালি, কথামালা, স্মৃতিচারণ, তাবু জলসা সহ নানা নান্দনিক অনুষঙ্গে সাজানো হয়েছে দুর্বার’র যুগ পূর্তির উৎসব।