সাহেরখালী স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

top Banner

চলমান রিপোর্ট

চলমান কঠোর লকডাউনে ১৬ নং সাহেরখালী স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে বিকেএমইএ পরিচালক মোঃ শামসুল আজম এর পৃষ্ঠপোষকতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০০ হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

বুধবার বিকাল ৪ টায় ডোমখালী সমিতির হাটে ফোরামের উদ্যোক্তা আবু তাহের শিবলুর সঞ্চালনায় প্রকৌশলী ওমর ফারুক এর সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব শাহরিয়ার হোসাইন, ইউসুফ নূরী, ৯ নং ওয়ার্ডের মেম্বার আইয়ুব আলম, শিক্ষক আবু সালেক, জিএস ফরহাদ হোসেন টিটু, সাখাওয়াত হোসেন খান, মোহাম্মদ ইসমাইল, শেখ আবু সুফিয়ান, মাস্টার মোজাম্মেল, মাস্টার ইকবাল, নাজমুল মিশু সহ ৯ ওয়ার্ডের এর সম্মানিত প্রতিনিধি বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বেচ্ছাসেবী ফোরামের অন্যতম উদ্যোক্তা ইউনুচ নূরী জানান, স্বেচ্ছাসেবী ফোরাম ইউনিয়নের সকল মানবতাবাদীদের একটি প্লাটফর্ম। এটি ফোরামের তৃতীয় উদ্যোগ। প্রথম দুই ধাপে ৪৫১ পরিবারসহ মোট ৫৫১ পরিবারের মাঝে ফোরাম সহযোগিতা করে।

ফোরামের অন্যতম উদ্যোক্তা মোঃ আব্দুর রহিম জানান, এ ফোরামের ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

আরো খবর