মিরসরাইয়ে সাংবাদিক নুরুল আলমের ছেলে মো. নিহান আলম মিরসরাই এসএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে টেলেন্টপুলে সরকারি বৃত্তি লাভ করেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।
মো. নিহান আলম মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মিরসরাই প্রতিনিধি নুরুল আলম ও জিন্নাত আরা বেগমের বড় ছেলে। নিহান টেলেন্টপুলে বৃত্তি লাভ করায় পরিবারের পক্ষ থেকে স্কুলের শিক্ষক এবং প্রাইভেট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
নিহান আলম বর্তমানে মিরসরাই পৌর সদরের মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত।
নিহান আলম বড় হয়ে উচ্চ শিক্ষা অর্জন করে মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষে যেন দেশের জন্য এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন এ জন্য সকলের দোয়া কামনা করেছেন।
আরো খবর