চলমান রিপোর্ট
লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশির স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগং খুলশি ব্লু’র ২০২১-২০২২ সেবাবর্ষের নতুন কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন লিও মোঃ শাহাদাত হোসাইন ও সেক্রেটারী হিসেবে নির্বাচিত হন লিও রাসেদুল ইসলাম।
লিও শাহাদাত হোসাইন দীর্ঘদিন ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট-১ হিসেবে দায়িত্ব পালন করেন। লিও ক্লাব চিটাগং খুলশি ব্লু’র প্রতিষ্ঠাকালীন থেকে এখন পর্যন্ত এডভাইজর হিসেবে আছেন ক্লিফটন গ্রুপের পরিচালক লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ।
২২ এপ্রিল ক্লাবের এডভাইজর ও ক্লাব ডিরেক্টরদের পর্যালচনা ও সন্মতিতে নতুন কেবিনেট ঘোষনা করা হয়। প্রকাশিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন আইপিপি লিও সুজন দাস, ভাইস প্রেসিডেন্ট-১ লিও তরিকুর রহমান বাবু, ট্রেজারার লিও শুভ চক্রবর্তী।