লকডাউন কার্যকরের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে জাহাঙ্গীর মাষ্টারের মতবিনিময়

top Banner

চলমান রিপোর্ট

সরকারি ঘোষণা অনুযায়ী শুক্রবার ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ অগাস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্প কারখানাসহ দেশের সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

এর অংশ হিসেবে লকডাউন কার্যকর করতে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুতোরাব বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে তিনি মতবিনিময় করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন আবুতোরাব বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মহিন চৌধুরী, অর্থ সম্পাদক শাহিন চৌধুরী, ধর্মীয় সম্পাদক মিজানুর রহমান, সদস্য শংকর জলদাশ, সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, ইমাম হোসেন প্রমুখ।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী আগামীকাল শুক্রবার সকাল থেকে বাজারের দোকানপাট বন্ধ রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি। কারণ করোনা পরিস্থিতি গত বছরের তুলনায় আরো ভয়াবহ আকার ধারণ করেছে। মিরসরাইয়ে করোনা আক্রান্তের হার বেড়েই চলেছে। সচেতনতা ছাড়া বাঁচার কোন উপায় নেই। করোনা মহামারির এ কঠিন সময়ে জরুরী প্রয়োজনে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক ব্যবহার করে মানুষ যেন ঘরের বাইরে আসতে পারে আমরা সে বিষয়েও সচেতনতা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। কোন অসাধু ব্যবসায়ী যদি নির্দেশ অমান্য করে তাহলে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর