রোটারি ক্লাব অব চিটাগাং হিল টাউনের রোটা বর্ষের সমাপ্তি সভা

top Banner

চলমান রিপোর্ট

রোটারি ক্লাব অব চিটাগাং হিল টাউনের ২০২০-২১ রোটাবর্ষের সফল সমাপ্তি উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার ( ১৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ওয়াসা মোডস্থ কুটুমবাড়ি রেস্তোরায় এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় ৬২ জন দু:স্থদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়।

রোটারি ক্লাব অব চিটাগাং হিলটাউনের সভাপতি মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রদীপ কুমার দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি সাবেক জেলা গভর্ণর রোটারিয়াস প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

সভায় ২০২৩-২৪ রোটা বর্ষের গভর্ণর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমানকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের বার্ষিক বোর্ড সভায় ২০২০-২১ রোটাবর্ষের আর্থিক হিসাব তুলে ধরেন সাধারন সম্পাদক প্রদীপ কুমর দাশ।

ক্লাবের সভাপতি মোহাম্মদ আলমগীর বলেন, করোনার এমন কঠিন সময়েও চট্টগ্রাম, কক্সাবাজার জেলায় ৫০ টির অধিক সেবাধর্মী প্রকল্প বাস্তবায়ন করেছে হিল টাউন। এসব প্রকল্প দরিদ্র জনগোষ্ঠীদের স্থায়িত্বশীল জীবনমান উন্নয়নে ভুমিকা রাখবে।

সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আন্তর্জাতিক সেবামুলক সংগঠন রোটারি ক্লাব দরিদ্র মানুষের কল্যানে নিবেদিত হয়ে কাজ করছে। গত ১ বছরে রোটারি ক্লাব অব চিটাগাং হিলটাউন মানবিক নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশের রোটারি অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে মিরসরাই অটিজম সেন্টার প্রতিষ্ঠায় এই ক্লাবের ভ‚মিকা রোটারির আন্তর্জাতিক অঙ্গনেও ভাবমূর্তি উজ্জল করেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান হাসিনা আক্তার লিপি, আফতাব উদ্দিন সিদ্দিকী, লিয়াকত আলী চৌধুরী, ইঞ্জিনিয়ার আলতাফ হান্নান, সজীব কুমার চন্দ, নজরুল ইসলাম নান্টু সহ ক্লাবের নেতৃবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী কান্তা দে, শীলা চৌধুরী এবং কার্তিক মজুমদার পলাশ।

আরো খবর