রামগড়ে হানাদার মুক্ত দিবস-শহীদ বুদ্ধিজীবী দিবস-
মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

top Banner

খাগড়াছড়ি ব্যুরোঃ

খাগড়ছড়ি জেলার রামগড় উপজেলায় হানাদার মুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহানবিজয় দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ভিন্ন ভিন্ন ভাবে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০নভেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ইউএনও উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্যে প্রদান করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি সামসুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মফিজুর রহমান, সংরক্ষিত নারী সদস্যা কণিকা বড়ুয়া,উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক কাজী নুরুল আলম। এতে আরো উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ স্থানীয় সংবাদকর্মী প্রমূখ।

উক্ত প্রস্তুতিমূলক সভায় দিবসসমূহ যথাযথ উদযাপন উপলক্ষে বক্তাগন পরার্মশ ও মতামতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরো খবর