যুবলীগ নেতা মোস্তফা মানিকের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

top Banner

মিরসরাইয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি নুরুল মোস্তফা মানিক। শনিবার (২৮ জানুয়ারি) যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ পরশের নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

জানা গেছে, শেখ ফজুলল হক মনির সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ যুবলীগের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণের পর আমূল পরিবর্তন আসে সংগঠনের কার্যক্রমে। এরই ফলশ্রুতিতে ভাবমূর্তিতে যুবলীগ হয়ে উঠে মানবিক যুবলীগ, স্মার্ট বাংলাদেশ এর হাতিয়ার। শেখ হাসিনার ভিশন সারাদেশে ছড়িয়ে দিতে শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে কাজ করছে মানবিক যুবলীগ। মানবিক যুবলীগের প্রবক্তা শেখ ফজলে শামস পরশ এর কর্মসূচিকে চট্টগ্রাম উত্তর জেলায় ব্রত হিসেবে নিয়েছে যুব সংগঠক,চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ এর সহ-সভাপতি নুরুল মোস্তফা মানিক। প্রতিবছরের ন্যায় এবছরও শীতার্তদের মাঝে ভালোবাসার পরশ পৌঁছে দিচ্ছে নুরুল মোস্তফা মানিক।

নুরুল মোস্তফা মানিক বলেন, আমাদের মানবিক যুবলীগের প্রবক্তা শেখ ফজলে শামস পরশ মহোদয়ের নির্দেশনাক্রমে উৎসাহিত হয়ে শীতার্তদের মাঝে যথাসাধ্য শীতবস্ত্র বিতরণ করছি। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল এই কার্যক্রমে বেশ উৎসাহ দিচ্ছেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জামাল উদ্দিন দুখু, মানবিক যুবলীগের কার্যক্রমের একনিষ্ঠ সংগঠক মোঃরিয়াজ উদ্দিন সহ অনেকে।

আরো খবর