প্রবাসী মিরসরাইবাসীর প্রাণের সংগঠন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে পবিত্র রমজানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল) বাংলাদেশ সমিতি শারজাহ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন
বিশিষ্ট আই টি বিষেজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুব রহমান রুহেল। সমিতির সভাপতি এম এ তাহের ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আজমের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার। এসময় সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।