যুক্তরাষ্ট্রে বসবাসরত মিরসরাইবাসীদের সংগঠন ‘মিরসরাই সমিতি ইউএসএ ইনক’র উদ্যোগে বিজয় দিবস উদযাপিত হয়েছে। এতে মিরসরাইয়ের বিভিন্ন বিষয়ে কড়া বক্তব্য দিয়েছেন দুইজন অতিথি। রোববার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের দেশি সিনিয়র সেন্টারে এই দিবস উদযাপন করা হয়।
বিজয় দিবসের আলোচনা সভায় অতিথি কাজী শাখাওয়াত হোসেন আযম বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেছে এই মিরসরাই থেকে। আমরা চাই স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস। আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ চাই। দেশের গণমানুষের শান্তি চাই। মিরসরাইবাসীর শান্তি চাই। তিনি আরও বলেন, আমরা মিরসরাইবাসীর মাঝে বিভক্তি দেখতে চাই না। আমরা দেখতে চাই একটা মিরসরাই সমিতি। মিরসরাইবাসীর মাঝে ঐক্য চাই।
মিরসরাই সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর চারদিকে আতঙ্ক ছিল। এসময় মিলিটারিরা ক্ষমতায় বসে। কিন্তু বাঙালি জাতি যুদ্ধ করেছে পাকিস্তানি মিলিটারির বিরুদ্ধে, টিক্কা খান-ইয়াহিয়া খানদের বিরুদ্ধে। সেখানে কি করে আবার জিয়াউর রহমানের মতো মিলিটারির লোক ক্ষমতায় বসে? নিশ্চয়ই তাদের সমর্থন ছিল।
তিনি আরও বলেন, আমরা ছিলাম আইয়ুব বিরোধী। আমরা যুদ্ধ করেছি ইয়াহিয়া খানদের বিরুদ্ধে। সেখানে এ ধরনের লোক ক্ষমতায় আসার মধ্যে তাদের বিরাট সমর্থন ছিল। এসময় যারা স্বাধীনতা চেয়েছিলো তারা কই ছিলেন? তারা নাই। যারা স্বাধীনতা দেখনি, তাদের কিচ্ছু যায় আসে না।
তিনি বলেন, ২০১০ থেকে প্রায় ১০ বছর প্রশ্ন ফাঁস হয়েছে পুরো বাংলাদেশে। তারা পড়াশোনা করেছে? করে নাই। তাহলে কি করে তারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে? কি করে তারা দেশকে ভালোর দিকে নিবে? তারা তো পড়াশোনা করে নাই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যোগ করেছে ১ লাখ ভুয়া মুক্তিযোদ্ধা বিএনপি যোগ করেছে ১লাখ ভুয়া মুক্তিযোদ্ধা। সবমিলিয়ে লেজেগোবরে অবস্থা।
এসময় তিনি উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে বই লেখার জন্য আহ্বান জানান। এর আগে তাকে মুক্তিযোদ্ধার সম্মাননা হিসেবে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম জাহাঙ্গীর ভূঁইয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি মনির আহমদ, সাবেক উপদেষ্টা আবুল কাশেম ভুইঞা, সমিতির সাবেক সাধারন সম্পাদক মোর্শেদ রেজবী চৌধুরি, আসিফুর রহমান, রেজাউল করিম শামীম, সহ সাধারন সম্পাদক আরিফুল হাসান, প্রফেসর ইকবাল হায়দার চৌধুরি, আশরাফ আলী খান লিটন প্রমুখ।