মিরসরাই উপজেলা আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তৃণমূলকে ঐক্যবদ্ধ করার লক্ষে মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের ১০ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) মিঠাছরা সাসা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল। মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়াঁ, যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বশর ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মেজবা উদ্দিন বাবু।
এছাড়াও তৃণমূলের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমনসহ যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : এর আগে জোরারগঞ্জ, ধুম, ওচমানপুর, খৈয়াছরা, মঘাদিয়া, ওয়াহেদপুর, সাহেরখালী, মায়ানী ইউনিয়নে ১০ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোতে অনুষ্ঠিত হবে