মিরসরাই বেপজা ইকনোমিক জোনে এমটিবি ব্যাংকের উপশাখা উদ্বোধন

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বেপজা জোন কার্যালয়ে ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বেপজা ইকোনমিক জোন (মিরসরাই) এর প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগীয় প্রধান আব্দুল মান্নান, কুমিল্লা রিজিউনাল প্রধান গিয়াস উদ্দিন আহমেদ, চট্টগ্রাম রিজিউনাল প্রধান মোহাম্মদ ইসহাক, ব্যাংকের আবুতোরাব শাখার ব্যবস্থাপক মো. জসীম উদ্দিন ও বেপজা অর্থনৈতিক অঞ্চল উপশাখার ইনচার্জ মোহাম্মদ নুরুন নবী মামুন। এসময় বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো খবর