মিরসরাই নাগরিক কমিটির সভা ও ইফতার

top Banner



মিরসরাই উপজেলা নাগরিক কমিটির নিয়মিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকালে উপজেলার মহামায়া এলাকায় হান্ডি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ নুরুল আফছার।
এসময় নাগরিক কমিটির প্রধান সম্বনয়ক সাংবাদিক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা নাগরিক কমিটির মহাসচিব ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, নাগরিক কমিটির উপদেষ্টা খাইয়রুল মোস্তফা, নির্বাহী সদস্য আবুল হোসেন বাবুল।


এই সময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা নাগরিক কমিটির কো-চেয়ারম্যান মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, কো-চেয়ারম্যান শারফুদ্দীন কাশ্মীর, যুগ্ম মহাসচিব এমরান উদ্দিন, সাংবাদিক নুরুল আলম, সাংবাদিক বিপুল দাশ, আনোয়ার হোসেন চৌধুরী সুজন, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, মিরসরাই ডিগ্রী কলেজের প্রভাষক সাইদুল ইসলাম, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামশেদ আলম, জেবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিদারুল আলম, নাগরিক কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক এম মাঈন উদ্দিন, আবু সাঈদ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেল ইকবাল চৌধুরী, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, চিটাগং ইভেন্টের সিও রায়হান ইসলাম, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহম্মেদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মিরসরাই উপজেলা শাখার সভাপতি মো. মহসিন প্রমুখ।

সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাইফুল হক সিরাজী।

আরো খবর