মিরসরাই উপজেলা কাজী সমিতির নতুন কমিটি গঠিত সভাপতি মহিউদ্দিন, সম্পাদক ফারুক

top Banner

মিরসরাই উপজেলা বিবাহ ও তালাক রেজিস্ট্রারদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকালে খইয়াছড়া ইউনিয়ন কাজী অফিস মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করেন কাজী মাওলানা আবু বকর। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে করেরহাট ইউনিয়নের কাজী মো. মহিউদ্দিনকে সভাপতি এবং দুর্গাপুর ইউনিয়নের কাজী করিমুল হক চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এসময় বিবাহ ও তালাক রেজিস্ট্রার সংগঠনের সদস্য কাজী ওমর ফারুক, কাজী আতাউর রহমান খান, কাজী জাকের হোসাইন, কাজী নাসির উদ্দিন আক্রমী, কাজী মফিজুর রহমান চৌধুরী, কাজী সিরাজ উদ্দিন ভূঁইয়া, কাজী কফিল উদ্দিন লতিফী, কাজী তমিজ উদ্দিন, কাজী শিহাব উদ্দিন, কাজী শাহাদাত হোসেন চৌধুরী মিনার বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিবাহ ও তালাক রেজিস্ট্রারদের মিরসরাই উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সদস্যদের গোপন ব্যালট পেপারের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়েছে। এতে করেরহাট ইউনিয়নের কাজী মহিউদ্দিন সভাপতি ও দূর্গাপুর ইউনিয়নের কাজী করিমুল হক চৌধুরী ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের বিধান অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের মধ্যে পরামর্শ করে পরবর্তী আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

বক্তারা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কেন্দ্রীয় ও জেলা সংগঠনের সাথে সমন্বয়ের মাধ্যমে বিবাহ ও তালাক রেজিস্ট্রারদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

আরো খবর