চলমান রিপোর্ট
মিরসরাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী মৎসজীবী লীগের ১৮ তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপিত হয়েছে।
২২ মে শনিবার মিরসরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে মিরসরাই উপজেলা মৎস্যজীবী লীগ।
মিরসরাই উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক মোক্তার মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ক্ষুদিরাম দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক বাবুল রায় চৌধুরী।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তার নেতৃত্বে বিশ্বদরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়িয়েছে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী মৎসজীবী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতৃৃবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বক্তারা আরো বলেন, মিরসরাইয়ের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে গড়ে উঠছে দেশের বৃহৎ শিল্প নগর মিরসরাই ইকোনোমকি জোন। মিরসরাইয়ের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় মিরসরাই উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সকল নেতা কর্মী একনিষ্ঠভাবে কাজ করে যাবে।
এসময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবি লীগের সদস্য তপন, শাজাহান, সুদিপ, স্বপন, মেজবা, মিলন, এমদাদ, সাদ্দাম, পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।