চলমান রিপোর্ট
মিরসরাইয়ে পাচারের সময় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার নিজামপুর কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো কক্সবাজার জেলার ঈদগাও ইউনিয়নের ভোমারিয়া ঘোনা এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের পুত্র আমিনুর রহমান জয় (২১) ও একই ইউনিয়নের শিয়াপাড়া এলাকার মৃত গুরা মিয়ার পুত্র মোঃ এরশাদ (২০)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, চট্টগ্রাম জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম মহোদয়ের নির্দেশ মোতাবেক আমার তত্ত্বাবধানে এসআই রাজিব পোদ্দার, এএসআই শিমুল, এএসআই আনোয়ার সহ একটি টিম নিজামপুর এলাকায় চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী গ্রাম বাংলা বাসে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। এসময় তাদের তল্লাসী করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।