মিরসরাইয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৬জনকে জরিমানা

top Banner


নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে কঠোর লকডাউনে মার্কেট দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউনের ২য়দিন মাঠে সক্রিয় ছিলেন প্রশাসন। শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্যবিধি না মানায়, অনুমোনদনহীন দোকান খোলা রাখা ও মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১৬জনকে জরিমানা ৩ হাজার ৮শ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা। এছাড়া লকডাউন মিরসরাইয়ে মনিটরিং করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁসে যাওয়া বাজারের সব মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। মানুষের সমাগমও তেমন ছিল না। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ বের হয়নি। তবে বড়তাকিয়া বাজার ও গ্রামের বাজারগুলোর চিত্র ভিন্ন ছিল। তারা চায়ের দোকানে আগের মত বসে খোশ গল্প করছে। মহাসড়ক ও গ্রামীণ সড়কে গাড়ি চলাচল কম ছিল।

শুক্রবার উপজেলার আবুতোরাব বাজারে লকডাউন মনিটরিং করেছেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা বলেন, লকডাউনের ২য়দিন বারইয়ারহাট, শান্তিরহাট ও মিঠাছড়া বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায় ১৬জনকে ৩ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সবাইকে খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে, মাস্ক ব্যবহার করতে সচেতন করা হয়েছে। প্রতিদিন মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরো খবর