মিরসরাইয়ে সুষ্ঠু ভাবে পূজা উৎযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

top Banner

চলমান রিপোর্টঃ

আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০২১ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।

উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার ও সাধারণ সম্পাদক সজল শীলের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান সহ বিভিন্ন পূজা মন্ডবের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সরকার  সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আসন্ন শারদীয় দূর্গা পুজা উৎযাপন করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ পূজা মন্ডবগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে।

আরো খবর