চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের দক্ষিণ চরশরতা এলাকার কালা মিয়া হাজি বাড়ি সংলগ্ন আবু বক্কর সিদ্দিক (র.) জামে মসজিদ নির্মাণে নগদ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকালে মসজিদ কমিটির সভাপতি হাজি আবদুল খালেক ও সাধারণ সম্পাদক আহমদ উল্লাহর হাতে ব্যক্তিগত তহবিল থেকে এই নগদ অনুদান তুলে দেন তিনি। এসময় তিনি পরবর্তীতে আরো অনুদান দিবেন বলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন— মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজি আবদুল খালেক, সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ, নুর উদ্দিন বাহার, যুবলীগ নেতা আলী আহম্মদ জাহেদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আছিফ রহমান শাহীন, ইমতিয়াজ অভিসহ আরও অনেকে।
মসজিদ কমিটির সভাপতি মো. আবদুল খালেক বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের মিরসরাইয়ের সন্তান নিয়াজ মোর্শেদ এলিট ভাই আমাদের আবু বক্কর সিদ্দিক (রঃ) জামে মসজিদের নির্মাণ কাজের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ অনুদান দিয়েছেন। আমরা আমাদের মসজিদ নির্মাণকাজের জন্য এই টাকা ব্যয় করবো। আশা করছি অন্য দানবীর ভাইয়েরাও আমাদের মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন।
নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। আমার আয়ের একটা অংশ আমি মসজিদের জন্য বরাদ্দ রাখি। এছাড়া অগ্নিদুর্গত ও হতদরিদ্র কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমার ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আমার এই কাজ। আমাদের মিরসরাইয়ের অনেকগুলো মসজিদে আমরা সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ। ইনশা-আল্লাহ ভবিষ্যতেও আমার এই কার্যক্রম অব্যfহত থাকবে।’