মিরসরাইয়ে অগ্নিকান্ডে একটি হার্ডওয়ারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে সম্পন্ন মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী। শুক্রবার ( ২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা বাজারে জসীম উদ্দিনের মালিকানাধীন পারভেজ মেশিনারিজ এন্ড হার্ডওয়ারের দোকানে এ ঘটনা ঘটেছে।
জসীম উদ্দিনের ভাতিজা হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে দোকানে কেউ ছিলো না। হটাৎ আগুন লেগে সম্পুন্ন মালামাল পুড়ে গেছে। ধারনা করছি দোকানে থাকা অকটেনের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে সব পুড়ে মাটিতে বসে যাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, আমাদের অফিস থেকে ঘটনাস্থল কয়লা বাজার অনেক দুরে পাহাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাতে অনেক সময় লেগেছে। তারপরও আমরা গিয়ে কয়লা বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আগুন থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি।