মিরসরাইয়ে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

top Banner

চলমান রিপোর্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী মিরসরাইয়ে পালিত হয়েছে। উপজেলা বিএনপি, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ওসমানপুর ইউনিয়নে অস্থায়ী কার্যালয়ে বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজির উপস্থাপনায় ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক গাজী নিজাম উদ্দিন, বিএনপি নেতা এম আলাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি শাহীনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা মেজবা উল হক মানিক, সাবেক চেয়ারম্যান মুছা মিয়া, নুরুল আলম মেম্বার, নাজমুল হক সোহাগ, মাসুক আলম সোহান, জহির উদ্দিন বাবলু, আজিজুল হক মেম্বার, আলমগীর, আব্দুল্লাহ আল নোমান ভূঁইয়া, মঞ্জুরুল হক মঞ্জু, আবদুল হাই, আলমগীর হোসেন, জাহেদুল ইসলাম, সামছুদ্দোহা মামুন, নজরুল ইসলাম লিটন, যুবদল নেতা ইফতেখার মাহমুদ জিপশন, সিরাজুল ইসলাম, নুরুল আবছার, কামরান সরওয়ার্দী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন, মো. ফরহাদ, সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান, জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক আলা উদ্দিন আলো, ছাত্রদল নেতা মো. শহীদুল ইসলাম, মো. নুরুন নবী (সওদাগর), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, মিরসরাই পৌরসভা ছাত্রদলের ইনজামামুল হক ইমন প্রমুখ।

প্রধান অতিথি নুরুল আমিন তার বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অবদান এবং স্বাধীনতার ঘোষক হিসেবে গণমানুষের হৃদয়ে স্বরণীয় হয়ে থাকবেন চিরকাল। জিয়াউর রহমানের লাশ এবং স্বাধীনতা সংগ্রামে তার অবদান সম্পর্কে ক্ষমতাসীন দলের ষড়যন্ত্রের জবাব জনগনকে সাথে নিয়ে রাজপথে দেওয়া হবে।

আরো খবর