মিরসরাইয়ে ফজলুল হক নকু’র স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছরা এলাকার স্মরণিকা সংলগ্ন মাঠে পূর্ব খৈয়াছড়া প্রিমিয়ার লীগের ৬ষ্ঠ আসরের উদ্বোধনীয় খেলায় সানরাইজ ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে বড়তাকিয়া স্পোর্টং ক্লাব জয় লাভ করেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উদ্বোধন করেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।

এসময় ক্লাবের সভাপত্তি আনিছ উদ্দিনের সভাপতিত্তে এবং সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবু গোপাল চন্দ্র চৌধুরী। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর