মিরসরাইয়ে নানার বাড়ি ঘুরে গেলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস

top Banner

নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় নানার বাড়ি ঘুরে গেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শিল্পনগরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন শেষে স্ত্রী সহ তিনি নানার বাড়ি ঘুরে ঘুরে দেখেন।

নাতির আগমন উপলক্ষে সকাল থেকে সুলতান উকিল বাড়িতে সাজ সাজ রব, সকলের মাঝে খুশীর আমেজ। আত্মীয়-স্বজন সবাই তাকে দেখার জন্য একত্রিত হয়েছে। তিনি সকল আত্মীয়, বন্ধু, বান্ধব, সহপাঠিদের খোঁজ খবর নেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সুলতান উকিল বাড়ি সেতুবন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্ত্রী মিসেস আহমদ কায়কাউস ।

এসময় ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিক উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মিনহাজুর রহমান, সাবেক শিক্ষক নুর উল আলম, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পরিচালক জসীম উদ্দিন ভিপি, মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, মুক্তিযোদ্ধা খায়রুল বশর, ফিরোজ উদ্দিন সেলিম, জিহান বিল্ডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ রিয়াজ উদ্দিন, আকিল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আকিল হোসেন।

আরো খবর