নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে ডুব জালে আটকে ধরা পড়লো বিশাল আকৃতির একটি অজগর সাপ। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামালের দোকান এলাকার একটি বিলে মাছের জন্য পাতানো ডুব জালে এটি ধরা পড়ে। পরে এটিকে স্থানীয় গোভানীয়া বিট এলাকার পাহাড়ে অবমুক্ত করে বনবিভাগের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শী ও মিরসরাই রেঞ্জের কর্মকর্তারা জানান, ওইদিন সকালে স্থানীয় বাসিন্দা মো. শরিফ উদ্দিন জামালের দোকান এলাকার একটি বিলে মাছ ধরার ডুব জাল পাতেন। পরে জাল তুলতে গিয়ে দেখা যায় বিশাল আকৃতির একটি অজগর সাপ আটকে আছে। এসময় তিনি স্থানীয় মিরসরাই রেঞ্জ অফিসের কর্মকর্তাদের খবর দিলে তারা সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করে।
মিরসরাই রেঞ্জ কর্মকর্তা আবু তাহের জানান, সাপটির দৈর্ঘ্য ১৪ ফুট, ওজন ১৪.৭০ কেজি। সম্পূর্ণ সুস্থ অবস্থায় এটি উদ্ধার করে স্থানীয় গোভানীয় বিট অফিসের পাশের বনে অবমুক্ত করা হয়