মিরসরাইয়ে ডাকাতি মামলার দুই আসামী গ্রেপ্তার

top Banner


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ডাকাতি মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মে) রাতে উপজেলার ১২ নং খইয়াছড়া ইউনিয়নের পূর্ব মসজিদিয়া গ্রাম থেকে মো.ফরিদ ও মো.নুর হোসেন বোছা নামে ওই দুই ডাকাতকে গ্রেপ্তার করে। সোমবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা ২০১৯ সালের একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা পালাতক ছিল। ঈদ উপলক্ষে বাড়িতে আসার খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরো খবর