মিরসরাইয়ে চোরাই কাঠসহ কাভার্ড ভ্যান আটক

top Banner


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে চোরাই কাঠ বোঝাই কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫-২৬১৫) আটক করেছে ধুমঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ি। শনিবার (২৯মে) সকাল ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বসুন্ধরা গ্রুপের নাম সম্বলিত কাভার্ড ভ্যানকে ধাওয়া করে আটক করে উপজেলার জোরারগঞ্জ থানার ধুম ঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির সদস্যরা। ওই সময় কাভার্ডভ্যান থেকে পৌনে দুই লক্ষ টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করা গেলেও গাড়ি ও হেলপার কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ধুম ঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা এ. কে. এম আলতাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে সকাল ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বসুন্ধরা গ্রুপের নাম সম্বলিত একটি কাভার্ডভ্যান এর গতিবিধি সন্দেহ হলে ধাওয়া করে আটক করা। গাড়ির ভিতর থেকে সেগুন গোল ৩৪৪ টুকরা (২৯৭.৮৮ ঘন ফুট) মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করা। যাহার আনুমানিক মূল্য প্রায় ১লক্ষ ৭৯ হাজার টাকা। তবে গাড়ি ও কাঠ উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে ইউডিআর (মামলা নং-১৫) দায়ের করা হয়েছে।

আরো খবর