মিরসরাই থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত

top Banner

নিজস্ব প্রতিবেদক :

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ স্লোগানে সারাদেশের ন্যায় মিরসরাইয়েও কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, এএসপি সার্কেল (মিরসরাই-জোরারগঞ্জ) লাবীব আব্দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহাম্মদ, উপজেলা পুলিশিংয়ের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নাছির উদ্দিন, সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা ও সংবাদকর্মী নয়ন ধুম।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিরসরাই থানার ওসি (অপারেশনস) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত, ওসি (তদন্ত) অলি উল্ল্যাহ,

সেকেন্ড অফিসার রাজিব পোদ্দার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া।

আরো খবর