রবি করিম: মিরসরাইয়ে বাংলার জয় হোক বাঙালির জয় হোক শ্লোগানে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত হয়েছে। ৩ জুন শুক্রবার বিকাল ৩ টায় মিরসরাই উপজেলা মিলনায়তনে গান গল্প কবিতায় বাংলা ভাষার মহান দুই দিকপাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলাম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবীন্দ্র-নজরুল-জয়ন্তী’ উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জীবন কর্ম ও সাহিত্য বিষয়ে আলোচনা করেন ।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী রনজিৎ ধর, ভজন ঘোষ, কামরান মেহেদী মহিবুল আরিফ, এরিকা চৌধুরী অদিতি দাস, রিপা মজুমদার, বৈশাখী চক্রবর্তী, নবনীতা গোস্বামী, তনুশ্রী মন্ডল, কবিতা আবৃত্তি করেন মাহবুব পলাশ প্রমূখ।
অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী, ইকবাল হোসেন, ইকবাল হোসেন, রবি করিম
মিরসরাইতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন দীর্ঘ ধরে কোন সামাজিক সংগঠনের উদ্যোগে হয়নি। এবার রবীন্দ্র নজরুল মঞ্চ উদ্যোগে সফল এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা ও বাঙালির সাথে মিশে থাকা অন্তপ্রাণ এক অস্তিত্ব। বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার আশাবাদ আয়োজকদের।