মিরসরাইয়ে ইয়াবা সহ যুবক গ্রেফতার

top Banner

চলমান রিপোর্ট

মিরসরাইয়ে ২৫০ পিস ইয়াবা সহ কামাল হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদি ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কলিযুগ এলাকার মৃত আবদুর রহিমের সন্তান।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এসআই রাজিব পোদ্দারের নেতৃত্বে একটি টিম হাদি ফকিরহাট এলাকায় অভিযান চালায়। এসময় কামাল হোসেনের কাছে ২৫০ পিস ইয়াবা পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

আরো খবর