মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

top Banner


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রামের মিরসরাই শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন শাখার আওতায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। ‘মুজিববর্ষে অঙ্গিকার করি, সোনার বাংলা সবুজ করি’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রাম জোনের হেড অব জোন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ নূরুল হোসাইন কাওসার।

এভিপি ও মিরসরাই শাখা প্রধান মুহাম্মদ লুৎফুল্লাহিল মজিদের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা।

স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের মিরসরাই শাখার ম্যানেজার (অপারেশন্স) মোহাম্মদ ইয়াসিন তালুকদার। আরো বক্তব্য রাখেন ব্যাংকের পল্লী উন্নয়ন শাখার প্রকল্প কর্মকর্তা শেখুল ইসলাম। আলোচনা সভা শেষে ফলদ, বনজ ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। এর আগে একইদিন সকালে মিরসরাই কলেজ প্রাঙ্গনে ব্যাংকের পক্ষ থেকে গাছের চারা রোপন করা হয়েছে। এসময় কলেজ অধ্যক্ষ মো. নুরুল আফছার, উপাধ্যক্ষ নাসির উদ্দিন সহ ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো খবর