মিরসরাইয়ে ইটভাটা মালিক সমিতির সভাপতি খোকা, সম্পাদক সোহেল

top Banner

মিরসরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সাধারণ সভা শেষে সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।

উপজেলার সুফিয়া রোড এম এইচ বি আই ব্রীক কার্যালয়ে মাহমুদুল হকের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম খোকার সঞ্চালনায় সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম খোকা, সহ-সভাপতি মাহমুদুল হক, সহ-সভাপতি সুজাউল হক। সাধারণ সম্পাদক মোঃ মোজাহের হোসেন চৌধুরী সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন চৌধুরী জুয়েল , অর্থ সম্পাদক হাজী একরামুল হক, প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী পাভেল। কমিটির সদস্যরা হলেন, মোঃ জসীম উদ্দীন, মোঃ মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ মহসিন, মোঃ নাছির উদ্দিন, মনোয়ার হোসেন চৌধুরী রাফেল। উপদেষ্টারা হলেন, এনামুল হক কোম্পানি, মোঃ সানোয়ার খান, হাজী জানে আলম, সেলিম উদ্দিন।

সভা শেষে নব নির্বাচিত কমিটির সদস্যরা সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সকলে উনার দীর্ঘ জীবনের পথ চলায় ইটভাটা মালিক সমিতির অবদানের কথা স্বরণ করেন।

আরো খবর