নিজস্ব প্রতিবেদক :
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী নির্ধারণে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যৌথ সভায় উপজেলা আওয়ামীলীগ ও ১৬টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী নির্ধারণে প্রত্যেক ইউনিয়নে রবিবার (৩ অক্টোবর) সকালে ১-৮নং ইউনিয়ন ও বিকেলে ৯-১৬নং ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সেখানে আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ছবি ও ভোটার আইডি কার্ড সংগ্রহ করা হবে। প্রার্থীদের নাম উল্লেখ পূর্বক প্যাডে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষর করে উপজেলা আওয়ামী লীগের নিকট জমা দিবে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক তাতে স্বাক্ষর করে জেলা আওয়ামী লীগ বরাবর পাঠিয়ে দিবে। মেম্বার পদে একক প্রার্থী নির্ধারণে এখনো কোন সীদ্ধান্ত হয়নি। চূড়ান্ত প্রার্থীর নাম কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষণা করবে বলে তিনি জানান।