মিরসরাইয়ে অপকার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর স্বাক্ষরিত

top Banner

চলমান রিপোর্ট : অপকা এর আরএমটিপির সাথে কাজী ফার্ম লিমিটেড, ইস্পাহানি এগ্রো লিমিটেড, এসিআই মটরস লিমিটেড এবং নার্সারী মালিকদের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সোমবার
অপকা কর্তৃক বাস্তবায়িত পিকেএসএফ এর সহযোগিতায় ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বনানি উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে উচ্চ মূল্যের ফল ও ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় পরিবেশ বান্ধব ও আধুনিক লাগসই প্রযুক্তি অবলম্বনে উচ্চ মূল্যের ফল ফসলের চাষ কার্যক্রম সম্পাদন সংক্রান্ত এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
উক্ত অনুষ্ঠানে কাজী ফার্মস লিমিটেডের বিপণন বিভাগের প্রধান কৃষিবিদ আবু তাহের, ইস্পাহানি এগ্রো লিমিটেডের টেরিটরি অফিসার মো: হাফিজুর রহমান, এসিআই মটরস লিমিটেডের টেরিটরি অফিসার মো: আব্দুল আউয়াল, বিশিষ্ট সমাজসেবক, মজিবুল হক মজুমদার, অপকার এরিয়া ম্যানেজার (এমএফপি), গাজী মোস্তফা টিংকু, আর এম টি পি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটিটর ও এলাকার ফল চাষী বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অপকার আরএমটিপির প্রোজেক্ট ম্যানেজার মো: আব্দুল মান্নান বক্তব্যে বলেন, পিকেএসফের সহযোগিতায় আমরা পাহাড়ি এলাকায় জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে উচ্চ মূল্যের ফল ও ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। উক্ত অনুষ্ঠানে পরিবেশ বান্ধব কৃষি, উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্পসারন, উৎপাদন, বাজারজাতকরন এবং রপ্তানি মুখী কৃষি পণ্য উৎপাদনে কৃষক ও উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী সেবা প্রদানের লক্ষ্যে জৈব প্রযুক্তি প্রয়োগে নিরাপদ ফল- ফসল চাষে জৈব সার এবং জৈব বালাইনাশক ব্যবহারের এর সাথে কৃষি যান্ত্রিকিকরণ এর সহজলভ্যতা সম্পর্কে জানানো হয়।

তিনি আরো বলেন, কয়েক বছর আগে আমরা এ পাহাড়ি অঞ্চলে উচ্চ মূল্যের মসলা ফসল গোল মরিচ এর চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছি। তাই এবার গোলমরিচ এর পাশাপাশি, কাজুবাদাম, কফি, ,মাল্টা, সীডলেস লেবু ও, ম্যাকাডেমিয়া নাট চাষে প্রর্দশনী প্লটের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা হবে।

আরো খবর