চলমান রিপোর্ট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক ও মিরসরাই এসোসিয়েশন ইউ এস এ- এন এ ইনক এর সন্মানীত সদস্য তাহমিনা আক্তার কলির পিতা ও মিরসরাই এসোসিয়েশন ইউ এস এ- এন এ ইনক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক এর উপদেষ্টা জিএম ফারুকের শশুর আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিন গত ১১ জুলাই ২০২১ রাত ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ও ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার পশ্চিম জোয়ার। আলহাজ্ব কামাল উদ্দিন গণকন্ঠের সাংবাদিক ছিলেন। তিনি সমাজ উন্নয়নে কাজ করেছেন বছরের পর বছর ধরে। প্রতিষ্ঠা করেছেন হেফজ খানা, এতিম খানা, বয়স্ক আরবি শিক্ষা কেন্দ্র। সব সময় তিনি মানুষের সুখ দুঃখে পাশে থাকতেন। একাধারে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন ঢাকাস্থ মিরসরাই সমিতির।
মানবতাবাদি পরোপকারী আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাধিক সামাজিক সংগঠনের কর্মকর্তা ও সুশীল সমাজ। এরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সভাপতি এম. এ আজিজ নঈমী, সাধারণ সম্পাদক এমএম ইকবাল ফারুক, মিরসরাই এসোসিয়েশন ইউ এস এ- এন এ ইনক এর সভাপতি মেসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আরিফ ভূঁইয়া, মিরসরাই সমিতির ইউএস এর সাবেক সভাপতি কাজী আশরাফ হোসেন নয়ন, কমিউনিটি এক্টিভিষ্ট ও রাজনীতিবিদ পারভেজ সাজ্জাদ, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনজুরুল হক, চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা সভাপতি মনির আহমেদ, মিরসরাই এসোসিয়েশন ইউ এস এ- এন এ ইনক এর উপদেষ্টা কাওচার চৌধুরী, চিটাগাং এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী খান লিটন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক।