মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সম্মানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ছাড়াও বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘সাংবাদিকরা সব সময় ন্যায়ের পক্ষে থাকা উচিত। ন্যায়ের পক্ষে থাকলে গণমানুষের পক্ষে থাকা হয়। অবৈধ ভাবে ক্ষমতা দখল করে আওয়ামীলীগ শুধু বিএনপির নয় এদেশের গণমাধ্যমেরও কণ্ঠরোধ করেছে। আগামীর জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। অন্যথায় দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না। অতীতের ন্যায় আগামীর আন্দোলন সংগ্রামেও সাংবাদিকরা নিরপেক্ষ ভাবে সংবাদ প্রচার করবেন বলে আমরা আশা করি।’
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট অলিউল কবির ইকবাল, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মহি উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, বর্তমান সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, বিএনপি নেতা তাহের আহমেদ, আবুল কালাম আজাদ, কামরুল হাসান লিটন, নুর মো. সাইদুল ইসলাম মামুন, জসিম কমিশনার, সিরাজুল হক, বেলায়েত হোসেন সিরাজ, নুরুল আলম কমান্ডার, আবদুল খালেক, কাজী সালেহ আহমদ, আবু নোমান ভূঁইয়া, মামুন চৌধুরী, নাজিম উদ্দিন মিয়াজী, আনোয়ারুল হক, নাসির উদ্দিন, মফিজ উদ্দিন, রেজাউল রহমান চৌধুরী, এ্যাডভোকেট শাখাওয়াত হোসেন মানিক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল, মিরসরাই উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য সচিব ফরহাদ হোসাইন।