মিরসরাইয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলা সম্মেলন কক্ষে সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।

মাহবুব উর রহমান রুহেল তার বক্তব্যে বলেন, স্বাধীনতা বিরোধীরা চেয়েছিল ঢাকাকে অচল করতে। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যারা ধ্বংস করেছে তারা কেউ ছাত্র নয়। ছবি ও ভিডিও বিকৃত করে তা সোস্যাল মিডিয়াতে দিয়ে সরকারকে দোষারোপ করছে সুবিধাবাদীরা। তাদের রুখতে হবে, এদেশে তাদের স্থান নেই।

সভায় আরো বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম, জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, উপজেলা ইউপি চেয়ারম্যান পরিষদের সভাপতি রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দিদার, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নয়ন কান্তি ধুম, উপজেলা হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কল্যান রায়।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, পেশাজীবি সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

আরো খবর