মিরসরাইয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র ত্রৈমাসিক শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) উপজেলার আবুতোরাব বাজার ব্রাঞ্চে এনজিও সংস্থা আশা’র অস্থায়ী কার্যালয় রিজিয়া মঞ্জিল মিলনায়তন কক্ষে ১৫জন নারী প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে দুদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মাঈন উদ্দিন, এনজিও সংস্থা আশা’র আবুতোরাব বাজার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মহসিন, শিক্ষা সুপারভাইজার শরিফ উদ্দিন উপস্থিত ছিলেন ।
ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মহসিন বলেন, নারী ক্ষমতায়ন, আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা। এনজিও আশা’র যাত্রা শুরুর ১৯৭৮ সাল থেকে। নারীর ক্ষমতায়ন ও ভূমিহীন মানুষের কল্যানে কাজকরা ছিল আশা’র মূল উদ্দেশ্য। এখন আশা’তে ৭০ লক্ষ গ্রাহকের মধ্যে ৯০ শতাংশ নারী। বেসরকারী সংস্থা আশা ক্ষুদ্র ঋণের পাশাপাশি আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচিও পালন করে আসছে দীর্ঘদিন ধরে। এতে দেশের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত কোমলমতি শিশু শিক্ষার্থীদের ঝড়ে পড়ারোধ, লেখাপড়া মানোন্নয়ন ও শতভাগ পাশের হার নিশ্চিত করণে কাজ করে যাচ্ছে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা আশা।