মিরসরাইয়ে শর্ট পিছ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

top Banner

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম তোবারক হোসেন স্মৃতি শর্ট পিছ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছে জয়বাংলা স্পোর্টিং ক্লাব। সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে রাত্রিকালীন অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় রানার্সআপ হয় পরাগলপুর স্পোর্টিং ক্লাব।

দক্ষিণ অলিনগর বটতলা তরুন সমাজ আয়োজিত টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুবলীগ নেতা মো. সাইফুল ইসলামের উপস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা আহম্মুদুর রহমান মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামরুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন, আবছার চৌধুরী, যুবলীগ নেতা আলা উদ্দিন আলো প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মরহুম তোবারক হোসেনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলা এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আরো খবর